১০১ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

শামীম হোসেন সামন, নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি  মার্চ ১৭, ২০২১, ১০:০০ পিএম
ছবি: আগামী নিউজ

ঢাকা: বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকীতে ঢাকার নবাবগঞ্জে ১০১ পাউন্ডের কেক কেটে উদযাপন করা হয়েছে। 

বুধবার (১৭ মার্চ) বিকাল ৫টার দিকে নবাবগঞ্জের জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কেক কাটেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

তিনি  বলেন, আজ শুধু বঙ্গবন্ধুর জন্মদিন নয়, আজ বাঙালীর ও বাংলাদেশের জন্মদিন। সেই দিন জাতির পিতা টঙ্গিপাড়ায় জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। তার জন্যই আমরা বাংলাদেশ পেয়েছি।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি ও ঢাকা জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি এর আয়োজন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান, আওয়ামীলীগ নেতা আলী মো. রমযান, শেখ শাহাবুদ্দিন, সুরুজ মোল্লা, হাবিবুর রহমান হাবিব, শেখ আজাদ, মো. সাজ্জাদ হোসেন সাজু প্রমুখ।

আগামীনিউজ/মালেক