রাজবাড়ী জেলা আ.লীগের বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উদযাপন

চঞ্চল সরদার,রাজবাড়ী প্রতি‌নি‌ধি মার্চ ১৭, ২০২১, ০৩:৫৬ পিএম
ছবি: আগামী নিউজ

রাজবাড়ী :  জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৭ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর দোয়া-মোনাজাত এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন কর্তৃক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণে শেষে বিশালাকৃতির কেক কাটার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী সংক্ষিপ্ত আলোচনা করেন। 

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, প্রফেসর ফকরুজ্জামান মুকুট, হেদায়েত আলী সোহরাব, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন সিকদার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন, জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও আলীপুর ইউপির চেয়ারম্যান শওকত হাসান, জেলা কৃষক লীগের আহবায়ক আবু বককার খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিকালে আনন্দ র‌্যালী, রাজবাড়ী সরকা‌রি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামীনিউজ/মালেক