ঝিনাইদহে দালালসহ আটক ১৫

এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ প্রতিনিধি মার্চ ১৭, ২০২১, ০২:৪৮ পিএম
ছবি: আগামী নিউজ

ঝিনাইদহ: মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ ১৫ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বুধবার (১৭মার্চ) ভোরে সীমান্তবর্তী পদ্মপুকুর বটতলা মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তাদের বাড়ি পিরোজপুর, বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। এছাড়া সহায়তাকারী দালাল চুয়াডাঙ্গা জেলার তেতুলিয়া গ্রামের আজিজুল বিশ্বাসের ছেলে শরিফুল (৩২)। 

৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান আটককের সত্যতা নিশ্চিত করে আগামী নিউজকে  জানান, মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বেশকিছু নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১২৩-আর হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পদ্মপুকুর বটতলা মোড় থেকে ১৪ জন বাংলাদেশী নাগরিক ও এক দালালকে আটক করা হয়েছে। 

পরবর্তীতে আটককৃতদের বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

আগামীনিউজ/মালেক