ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালিত

শামসুল আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি মার্চ ১৭, ২০২১, ০২:৩৫ পিএম
ছবি: আগামী নিউজ

ঠাকুরগাঁও: জেলায় নানা আয়োজনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী  ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকাল  ৯ টার দিকে জেলা পরিষদ ডাক বাংলোতে  অবস্থিত বঙ্গবন্ধু শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে  শ্রদ্ধা নিবেদন করেন, ঠাকুরগাঁওয়ের ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ,পুলিশ সুপার  মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি জনাব মোহাম্মদ সাদেক কুরাইশি, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, পৌড় সভার মেয়র আনজুমান আরা বন্যা, মোঃ আবু ব্ক্কর সিদ্দীক অধ্যক্ষ সরকারি কলেজ ও প্রেস ক্লাব সভাপতি মোঃ মনসুর আলী, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগের মোঃ মাহবুবর রহমান , এলজিইডির নির্বাহী প্রকেীশলী মো শাহারুল আলম মন্ডল,সড়ক বিভাগের নির্বাহী প্রকেীশলী মোঃ মনসুরুল আজিজ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকেীশলী মোঃ মাজিদার রহমান,ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্তাবধায়ক মোঃ নাদিরুল আজিজ চপল,শিক্ষা প্রকৌশল বিভাগের  সহকারী প্রকৌশলি মোঃ বেলাল হোসেন,বরেন্দ্র বিভাগের নির্বাহী প্রকৌশলি মোঃ শফিকুল ইসলাম,  বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের সরকারী,বেসরকারী,শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরা। 

পরে জেলা স্কুল মাঠে জেলা জেলা প্রশাসনের আযোজনে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী  ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শতাধিক ভিক্ষুককে পুর্নবাসনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি করে বিনামূল্যে গরু প্রদান করা হয়।

বিনামূল্যে গরু প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রমেশ চন্দ্র সেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার মাহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলাপ্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক মো নুর কুতুবল আলম।

শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আগামীনিউজ/মালেক