মাগুরায় জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

মোখলেছুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি মার্চ ১৭, ২০২১, ০২:১৫ পিএম
ছবিঃ আগামী নিউজ

মাগুরাঃ যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে মাগুরায়।

এ উপলক্ষে আজ বুধবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯ টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ও পুলিশ সুপার জহিরুল ইসলাম রাষ্ট্রীয়ভাবে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মাগুরা-২ আসনের এমপি ড. বীরেন শিকদার, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহসহ মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্রলাগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, জেলা আইনজীবী সমিতি, জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া সকাল ১১টায় জেলা শিশু একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

আগামীনিউজ/এএস