পাংশায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

সৈকত শতদল, পাংশা(রাজবাড়ী) প্রতিনিধি মার্চ ১৭, ২০২১, ০১:৫৫ পিএম
ছবিঃ আগামী নিউজ

রাজবাড়ীঃ জেলার পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

সকালে পাংশা উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদন শেষে র‌্যলি পাংশা উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমিতে শেষ হয়। এরপর শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাষ্টার,পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ শাহাদৎ হোসেন, পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন মিয়া প্রমুখ। অনুষ্ঠান সজ্ঞালনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।

এদিকে, সকাল ৮ টায় উপজেলা আওয়ামীলীগ কার্য়ালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবটি পালিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখের পাংশা পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ, পাংশা পৌর আওয়ামীলীগের সভাপতি ও পাংশা পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী মাষ্টার, পাংশা উপজেলা যুব লীগের যুগ্ন আহব্বায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা সেচ্ছা সেবক লীগের অহব্বয়ক নাজমুল হাকিম রুমি, পাংশা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ প্রমুখ।

এ সময় শ্রমীক লীগ, মহিলা লীগসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীগন এসময় উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/এএস