চুয়াডাঙ্গায় স্বর্ণ ও রুপা পাচারকারী আটক

সোহেল রানা ডালিম, চুয়াডাঙ্গা প্রতিনিধি মার্চ ১৫, ২০২১, ০৮:১৭ পিএম
ছবি: আগামী নিউজ

চুয়াডাঙ্গা: জেলার দর্শনায়  স্বর্ণ ও রুপাসহ এক পাচারকারীকে আটক করেছে চুয়াডাঙ্গা ৬-বিজিবি।

সোমবার (১৫ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বড় বলদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত জহিরুল মালিথা (৫৫) দর্শনা থানা এলাকার বড় বলদিয়া গ্রামের লুৎফর মালিথার ছেলে ।

সোমবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা ৬-বিজিবি এক প্রেস বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ৬- বিজিবি’র বড়বলদিয়া টহল কমান্ডার জেসিও সুবেদার আহসান কবির এর নেতৃত্বে সহযোগী ফোর্স সীমান্তের ৮৪/৩ মেইন পিলার হতে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যান্তরে অভিযান পরিচালনা করেন। 

অভিযানকালে সন্দেহভাজন ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে পলানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি চালিয়ে ১১৬ গ্রাম ১০ ভরি ওজনের একটি স্বর্ণের বার এবং ৩৫২ গ্রাম ৩০ ভরি ০৪ আনা ওজনের ৭টি রুপার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ ও রুপার আনুমানিক দাম ৭ লাখ ৬২ হাজার ৩৫০টাকা বলে জানায় বিজিবি।

এ ঘটনায় উদ্ধারকৃত মালামালসহ আসামী দর্শনা থানা হেফাজতে সোপর্দ করাসহ আটক ব্যক্তির নামে বিজিবি বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। 

চুয়াডাঙ্গা ৬-বিজিবি’র অধিনায়ক পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসি এর সার্বিক তত্তাবধানে এই অভিযানটি পরিচালিত হয়।

আগামীনিউজ/মালেক