মাগুরায় ভিজ্যুয়াল লার্নিং এ্যাপ সেমিনার

মোখলেছুর রহমান,মাগুরা প্রতিনিধি মার্চ ১৫, ২০২১, ০৪:৪৫ পিএম
ছবি: আগামী নিউজ

মাগুরা: জেলার মাগুরায় প্রথমবারের মতো ‘ভিজ্যুয়াল লার্নিং এ্যাপ’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৫ মার্চ) দুপুরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামুলক অনলাইন পোর্টাল প্রত্যয় এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে বক্তব্য রাখেন মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রদীপ কুমার মজুমদার, মৃত্যুঞ্জয় চেীধুরী, প্রহ্লাদ বিশ্বাস, সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুবোধ কুমার বিশ্বাস ও এজি একাডেমীর সহকারি শিক্ষক সরজিৎ কুমার বিশ্বাস প্রমুখ।

প্রত্যয়ের প্রতিষ্ঠাতা অঞ্জন কুন্ডু জানান, প্রত্যয় একটি শিক্ষাভিত্তিক প্লাটফর্ম। শিক্ষাকে শিক্ষার্থীদের জন্য সহজ করে তোলার জন্য এ্যাপের মাধ্যমে কাজ করে যাচ্ছেন তারা। প্রত্যয়ের উদ্দেশ্য মানসম্মত শিক্ষা ও বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে সঠিকভাবে তুলে ধরা। সেমিনারে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিনশত শিক্ষার্থী অংশ নেয়।

এসময় ২০ শিক্ষার্থীকে প্রত্যয়ের শিক্ষা সনদ তুলে দেন অতিথিরা।

আগামীনিউজ/মালেক