কুড়িগ্রাম: জেলার চিলমারীতে রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার দাবীতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী।
রোববার (১৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান রাজশাহীর মেসার্স আবুল হোসেন’র উদাসীনতার কারণে দীর্ঘদিন পেরিয়ে গেলেও কাজের তেমন কোন অগ্রগতি হয়নি বরং ভোগান্তি বেড়েছে।
বর্তমানে রাস্তাটি ভাঙ্গাচুরা ও বেহাল দশায় পরিণত হওয়ায় মানুষের যাতায়াতে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। এ সময় বক্তারা দ্রুত কাজ সম্পন্ন করতে সড়কের উপর টায়ারে আগুন জ্বালিয়ে আগামী ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন।
উল্লেখ্য, উপজেলা শহর (নন মিউনিসিপ্যাল) মাষ্টার প্লান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় থানাহাট এইচকিউ মোজাফ্ফার খলিফার বাড়ী হতে কেসি রোড পর্যন্ত ১২’শ মিটার তৎসংলগ্ন লিংক রোড ২৭০ মিটারের সাথে তিনটি রাস্তা পাকাকরণের কাজ ২০১৯-২০ অর্থবছরে টেন্ডার হয়।
যার কাজের শেষ সময় ছিল গত বছরের ২৩ জুন। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান এখনো কাজ শেষ করতে পারেনি।ফলে দূর্ভোগে পড়েছে স্থানীয়রা।
আগামীনিউজ/মালেক