বিশৃংখলা ঠেকাতে কোম্পানীগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন

মুজাহিদুল ইসলাম সোহেল,নোয়াখালী প্রতিনিধি মার্চ ১২, ২০২১, ০৭:৪২ পিএম
ছবি: আগামী নিউজ

নোয়াখালী: সকল ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চলমান আ.লীগের দুইগ্রুপের সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় দিনের মত বসুরহাট পৌর এলাকাসহ কোম্পানীগঞ্জে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

শুক্রবার (১২ মার্চ) সকালেও বসুরহাট বাজারের বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

ফের কোনো প্রকার অপ্রীতিকর ও বিশৃঙ্খলা এড়াতে নোয়াখালীর পুলিশ সুপার ছাড়াও চট্টগ্রাম রেঞ্জের ১জন এসপি, সার্বক্ষণিক ২জন এএসপি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন বলে নির্ভরযোগ্যসূত্রে জানা যায়। 
এছাড়াও প্রায় ৩০জন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে ৩ শতাধিক পুলিশ ও ডিবি পুলিশ এবং র্যাবের ২টি টিম মোতায়েন রয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, কোম্পানীগঞ্জে আর কোনো ভাবে বিশৃংখলা আমরা হতে দিবো না। সকল ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে মাঠে রয়েছে।

আগামীনিউজ/মালেক