কুষ্টিয়া: জেলার খোকসায় ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে খোকসা সরকারি কলেজ চত্বরে উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা।
উক্ত প্রস্তুতিমূলক সভা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ ই মার্চ জাতীয় শিশু দিবস পালনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়াও ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সহ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
প্রস্তুতিমূলক এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও স্থানীয় জনপ্রতিনিধি,জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাগণ, গণমাধ্যমকর্মী সহ ব্যবসায়ী ও বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
এর আগে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
আগামীনিউজ/মালেক