অবমূল্যায়নের প্রতিবাদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

মো.জাহিদ কুড়িগ্রাম প্রতিনিধি মার্চ ১০, ২০২১, ০৪:৫৩ পিএম
ছবি: আগামী নিউজ

কুড়িগ্রাম: সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) তে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়নের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ মার্চ) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সারাদেশের ন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন করার প্রতিবাদে মানববন্ধন করে কুড়িগ্রাম জেলা ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইডিবি’র সভাপতি কামাল আহমেদ, সহ সভাপতি সৈয়দ মাহফুজুর রহমান ও রায়হান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম প্রমুখ।

বক্তারা প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং অসামঞ্জস্যতা সংশোধনের জন্য তিন দফা দাবি জানান।

মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। 

আগামীনিউজ/মালেক