লামায় বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক  মার্চ ১০, ২০২১, ০২:১৬ পিএম
সংগৃহীত

বান্দরবন: জেলার লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে হাজেরা বেগম (৪৬) নামে এক নারী রাবার শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১০ মার্চ) সকালে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী গরুরলোড়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হাজেরা বেগম উপজেলার গরুরলোড়াপাড়ার মো. নুরুল ইসলামের স্ত্রী। 

স্থানীয়রা জানায়, স্থানীয় বাসিন্দার রাবার বাগানে প্রতিদিনের মতো কাজে যাচ্ছিলেন হাজেরা। কিছুদূর যাওয়ার পর সকাল ৭টার দিকে একটি বন্য হাতির আক্রমণের শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে লোহাগাড়া উপজেলার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা হাজেরাকে মৃত ঘোষণা করেন।

আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জানান, হাতির পাল এলাকায় অবস্থান করায় স্থানীয়রা আতঙ্কে আছেন। যেকোনো মুহূর্তে তাণ্ডব চালিয়ে যায় ও মালের ক্ষতিসাধন করতে পারে।

লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়ছার জানান, নিহতের পরিবার ও ক্ষতিগ্রস্তদেরকে বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে।

আগামীনিউজ/মালেক