বাউল সম্রাট পরশ আলী দেওয়ান এর দাফন সম্পন্ন

শামীম হোসেন সামন, দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি : মার্চ ১০, ২০২১, ০৬:৩২ এএম
সংগৃহীত

ঢাকা: “আমিতো মরে যাবো। চলে যাবো, রেখে যাবো সবই। আচছনি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি। আমি মরে যাবো।” বিখ্যাত সেই বাংলার বাউল সম্রাট পরশ আলী দেওয়ান (৭৬) আর নেই। সোমবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি---রাজিউন)। 

ঢাকার দোহার উপজেলার উত্তর জয়পাড়া মিয়াপাড়া ইসলামপুর গ্রামে জন্মগ্রহণ করেন গুণী শিল্পী। মঙ্গলবার সকালে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। মঙ্গলবার (৯ মার্চ) বাদ আসর স্থানীয় সোনামিয়ার মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বাউল, দেহতত্ত্ব ও বিচ্ছেদ গান ও জীবনমুখী বিভিন্ন গানে কন্ঠ দিয়ে শিল্পী হিসেবে নামটি তুলে ধরেছেন সারাদেশের আনাচে-কানাচে।

আগামীনিউজ/মালেক