মাদারীপুরঃ জেলার শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর ছাত্তার মাতদবরের কান্দি গ্রামে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক সালিশ মীমাংসায় স্থানীয় ইউপি চেয়ারম্যান অভিযুক্তকে ৩ লাখ টাকা জরিমানা, বেত্রাঘাত ও এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন।
স্থানীয় ও শিবচর থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর ছাত্তার মাতদবরের কান্দি গ্রামে দুই শিশু কন্যাকে জাম্বুরা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় মৃত ধলু মিয়া মাদবরের ছেলে আকমন মাদবর (৫০) নামে এক ব্যক্তি যৌন নির্যাতন চালায়।
পরবর্তীতে যৌন নির্যাতনের ঘটনা জানাজানি হয়ে গেলে গত ২০ ফেব্রুয়ারি রাতে নির্যাতিত শিশুকন্যার বাড়িতে সালিশ মীমাংসার বৈঠক করেন উত্তর বহেরাতলা ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন হায়দার হাওলাদার। সালিশে অভিযুক্ত আকমন মাতবরকে ৩ লাখ টাকা জরিমানা সেই সাথে ১০ টি বেত্রাঘাত করে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে সালিশদাররা। সালিশ করা হলেও চেয়ারম্যানের প্রভাবের কারণে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়নি।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন আগামী নিউজকে জানান, জানাজানি হলে ৮ মার্চ রাতে শিবচর থানায় সালিশের বিষয়টি এজাহারে উল্লেখ করে অভিযুক্ত আকমন মাতবরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে।
সালিশ প্রসঙ্গে উত্তর বহেরাতলা ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন হায়দার হাওলাদার সালিশ মীমাংসার কথা স্বীকার করে আগামী নিউজকে বলেন, আমি সালিশে যেতে চাইনি। কিন্তু এলাকার মুরুব্বিরা আমাকে সালিশে ডেকে নিয়ে গেছে। আমি মেয়ে পক্ষকে বলেছিলাম আপনারা থানায় যান, তারা থানায় যায়নি।
এদিকে শিবচর থানার ওসি আগামী নিউজকে জানান, আমরা যৌন নির্যাতনের ঘটনায় চেয়ারম্যানের সালিশ মীমাংসার খবর পেয়েই এলাকায় পুলিশ পাঠিয়েছিলাম। গতকাল নির্যাতিত দুই শিশুর অভিভাবকদের থানায় ডেকে এনেছি। পরে নির্যাতনের ঘটনায় স্থানীয়ভাবে ইউপি চেয়ারম্যানের সালিশের কথা উল্লেখ পূর্বক অভিযুক্ত আকমনকে আসামিকে করে মামলা নিয়েছি।
আগামীনিউজ/এএস