কুড়িগ্রামে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

জাহিদ আল হাসান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মার্চ ৯, ২০২১, ০৩:০০ পিএম
ছবি: আগামী নিউজ

কুড়িগ্রাম: জেলার ভূরুঙ্গামারীতে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের আব্দুল মজিদের বাড়িতে অগ্নিকান্ডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গোয়ালঘরে থাকা কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। অগ্নিকান্ডে আব্দুল মজিদের মা মর্তভান বেওয়া (৭৫) অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এছাড়া গোয়ালে থাকা ৩টি গরু ও ১টি খাসি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আরেকটি গরু মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হয়েছে। অগ্নিকান্ডে আব্দুল মজিদের  আনুমানিক ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা  আগুন নিয়ন্ত্রণে আনে বলে স্থানীয়রা জানান।

খবর শুনে মঙ্গলবার ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন ,উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, ওসি মুহাঃ আতিয়ার রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে শুকনো খাবার ও কম্বল প্রদান করা হয়। এছাড়া অগ্নিদগ্ধ বৃদ্ধার দাফন-কাফনের জন্য ১০ হাজার টাকা দেয়া হয়।

আগামীনিউজ/মালেক