খোকসায় সরকারি কর্মচারী পিটিয়ে কাউন্সিলর শ্রীঘরে

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি মার্চ ৯, ২০২১, ০১:৩৮ পিএম
সংগৃহীত
কুষ্টিয়াঃ জেলার খোকসা উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী বিকাশ কুমার সরকারকে প্লাস্টিকের চেয়ার দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করার মামলায় পৌর কাউন্সিলর হাসেম আলী কুষ্টিয়া চীফ জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেন।
 
জানাগেছে রবিবার (৭ মার্চ) সকালে কুষ্টিয়া বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। 
 
উল্লেখ্য গত শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ খোকসা পৌরসভা চত্ত্বরে এঘটনা ঘটে। অভিযুক্ত কাউন্সিলরের নাম হাসেম আলী। তিনি পৌরসভা ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর।
 
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ভাতাভোগীদের ভাতার টাকা সরাসরি ভুক্তভোগীদের নিকট পৌছে দিতে মোবাইল ব্যাংকিং (নগদ) এর হালনাগাদ কার্যক্রম শুরু হয়। লাইন সোজা করতে ইউনিয়ন সমাজকর্মী বিকাশ কুমার সরকার কাজ করছিলেন। এসময় পৌরসভার সিড়িতে বেঁধে একজন মহিলা ভাতাভোগী মাটিতে পরে গেলে নবনির্বাচিত কাউন্সিলর হাসেম আলী সমাজকর্মীকে দোষারোপ করে প্লাস্টিকের চেয়ার দিয়ে মাথায় আঘাত করে। এতে অসুস্থ সমাজকর্মী অসুস্থ হয়ে গেলে সহকর্মীরা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 
ঘটনার সত্যতা স্বীকার করে খোকসা থানার ওসি কামরুজ্জামান তালুকদার আগামী নিউজকে বলেন, এবিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে আসামি পলাতক রয়েছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
আগামীনিউজ/এএস