১২ নারীকে সম্মাননা দিল বগুড়া জেলা পুলিশ

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি মার্চ ৯, ২০২১, ০৯:৪৯ এএম
ছবি: আগামী নিউজ

বগুড়া : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কর্মজীবনে বিশেষ অবদানের জন্য বগুড়ায় ১২ জন নারীকে সম্মাননা দিয়েছে জেলা পুলিশ। সোমবার (৮ মার্চ) বিকেলে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নারী সমাবেশে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। 

বক্তব্য রাখেন বগুড়া চেম্বার অব কমার্স সভাপতি মাসুদুর রহমান মিলন সিআইপি, টিএমএসএস নির্বাহি পরিচালক ড. হোসনে-আরা বেগম, সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা, বগুড়া প্রেসক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়ন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি তৌফিক হাসান ময়না।

অনুষ্ঠানে নারী সাংবাদিক, চিকিৎসক, পুলিশ কন্সটেবল, সমাজকর্মী, সাংস্কৃতিক কর্মী সহ ১২ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়।

আগামীনিউজ/মালেক