কুড়িগ্রাম: জেলার উলিপুর থানার আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূরান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ মার্চ) বিকেলে উলিপুর থানা চত্বরে অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবিরের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমডি ফয়জার রহমান,বীর মুক্তিযোদ্ধা তৈয়ব সরদার, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার(এএসপি) সিয়াম রহমান। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আগামীনিউজ/মালেক