খোকসায় করোনা প্রতিরোধক উপকরণ বিতরণ

হুমায়ুন কবির, কুষ্টিয়া প্রতিনিধি মার্চ ৭, ২০২১, ০৭:১৯ পিএম
ছবি: আগামী নিউজ

কুষ্টিয়া: মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় কুষ্টিয়ার খোকসায় জেলা পরিষদের উদ্যোগে করোনা প্রতিরোধক উপকরণ বিতরণ  করা হয়েছে। 

রবিবার (৭ মার্চ) বিকালে কুষ্টিয়ার খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে জেলা পরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম বাবলুর উদ্যোগে এ উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ায় -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত ও কুমারখালী শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন তারেক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার প্রমুখ।

এ সময় বক্তারা সকলকে ভাইরাস মোকাবেলায় সতর্ক হয়ে নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানান। 

আগামীনিউজ/মালেক