বগুড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি: মার্চ ৭, ২০২১, ০২:৫৮ পিএম
ছবিঃ আগামী নিউজ

বগুড়াঃ ঐতিহাসিক সাতই মার্চ বগুড়ায় প্রথম বারের মত জাতীয়ভাবে নানা আয়োজনে পালিত হয়েছে।

রবিবার (৭ মার্চ) সকালে এ উপলক্ষ্যে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নানা কর্মসুচী পালিত হয়। 

ভোরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক। 

এসময় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞাসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের হলরুমে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের স্মতিচারণমুলক আলোচনা করেন। এবং দেশের স্বাধীনতা সংগ্রামে সাতই মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরেন।

আগামী নিউজ/মালেক