মুকসুদপুরে জাতীয় ভোটার দিবস উদ্বোধন

সৈয়দ আকবর হোসেন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মার্চ ২, ২০২১, ০১:৩০ পিএম
আগামী নিউজ

গোপালগঞ্জঃ “বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ৩য় জাতীয় ভোটার দিবস উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফারুক মিলনায়তনে এসে শেষ হয়। পরে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ ও নতুন ভোটারদের বায়োমেট্রিক্স গ্রহন করা হয়।

জাতীয় ভোটার দিবস উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। উপজেলা নির্বাচন অফিসার হাচেনউদ্দীনের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, তাপসি বিশ্বাস দুর্গা, সহকারী কমিশনার ভূমি আসমত হোসেন, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা: মাহমুদুর রহমান, সাপ্তাহিক বাংলার নয়ন সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাব সহসভাপতি ছিরু মিয়া, সাংবাদিক সরদার মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা লুৎফর প্রমুখ।

উপজেলা নির্বাচন অফিসার হাচেনউদ্দীন জানান, মহামারী করোনাভাইরাসের কারনে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। র‌্যালী শেষে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ ও নতুন ভোটারদের বায়োমেট্রিক্স গ্রহন করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন সারা মুকসুদপুরে ২০ হাজারের বেশী নতুন ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

আগামীনিউজ/এএস