মানববন্ধনে সাংবাদিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেফতার করা হয়নি। দ্রুততম সময়ের মধ্যে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে এবং সারাদেশের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে। অন্যথায় সাংবাদিকদের এই আন্দোলন আরও বেগবান হবে।এর পরে আরো কঠোর আন্দোলনের যাবার হুশিয়ারী দেন।
সাংবাদিক কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী রিপোটার্স ক্লাবের সভাপতি মো.ইদ্রিস, সাধারণ সম্পাদক মো. সোহেল, সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি লিটন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক আবুল বাসার, মুজাহিদুল ইসলাম সোহেল, আবদুল বারী বাবলু, ইমাম উদ্দিন সুমন, ইমাম উদ্দিন আজাদ, উন্নয়নকর্মী লাকী বেগম প্রমূখ।
মানববন্ধনে সুবর্ণচরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ শুরু হলে তা থামাতে উভয়পক্ষের ওপরে অ্যাকশনে নামে পুলিশ। ত্রিপক্ষীয় সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদেরই একজন তরুণ সাংবাদিক মুজাক্কির। উন্নত চিকিৎসা দিতে ঢাকায় নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।