বগুড়াঃ জেলার শেরপুরের ভবানীপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘মাঘী পুর্নিমা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর থেকে শুরু হয়ে দিনব্যাপী অনুষ্ঠিত এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ভক্তরা নানা আচার অনুষ্ঠানাদি পালন করে।
করোনা ভাইরাসের আতংককে উপেক্ষা করে প্রতি বছরের ন্যায় এবারো কয়েক হাজার নারী পুরুষ এই উৎসবে অংশ নেয়।
মা ভবানী মন্দির পরিচালনা ও উন্নয়ন কমিটির নেতা নিমাই ঘোষ আগামী নিউজকে জানান, প্রতি বছরের ন্যায় এবারো মাতৃমন্দিরে পুজা অর্চনা,ভোগরাগ, শাঁখা পুকুরে পুন্য স্নানসহ বাৎসরিক সব আচার অনুষ্ঠানাদি পালিত হয়েছে।
প্রতিবছরে মাঘ মাসে কিংবা ফাল্গুনের প্রথমার্ধে তিথি অনুযায়ী এই মাঘী পুর্নিমা উৎসব অনুষ্ঠিত হয়। এতে হিন্দু বিশ্বাস মতে, সতীর ৫১ পীঠস্থানের অন্যতম মা ভবানী মন্দিরে সনাতন ধর্মীরা আসেন পুন্য লাভের আশায়। প্রতিবছর দেশের বাইরে থেকে পুন্যার্থীরা আসলেও এবার করোনা ভাইরাসের কারণে বিদেশের পুন্যার্থীরা আসেনি।
উৎসব উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারো দই-নানা ধরনের মিষ্টি, খেলনা, মাছসহ নানা জিনিসপত্রের পসরা বসে। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
আগামীনিউজ/এএস