চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনা:নিহত ৪

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৩:০৮ পিএম
ছবি: সংগৃহীত

কক্সবাজারঃ জেলার চকরিয়ায় ১২ ঘণ্টা ব্যবধানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো সাত জন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ও আজ শনিবার সকালে উপজেলার ইসলামনগর ও বানিয়ারছড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

চিরিংগাস্থ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ইসলামনগরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহি হাইয়েস বাসের সঙ্গে কক্সবাজার অভিমুখী এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। তারা হলেন- চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী গ্রামের মুজিবুর রহমান (৩০) ও ডুলাহাজারা ইউনিয়নের এনামুল হক (২৫)। এ সময় আহত হন আরো সাতজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় এদের মধ্যে পাঁচজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বানিয়ারছড়ায় একটি দ্রুতগামী মিনিট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন বরইতলী ইউনিয়নের ছোটন (২২) ও রামু উপজেলার গর্জনিয়ার সামশুল আলম (৩০)।

 

আগামীনিউজ/এএইচ