রাজবাড়ীঃ রাজবাড়ীতে বিনম্র শ্রদ্ধায় মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিট থেকে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দান সংলগ্ন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
জেলা প্রশাসক দিলসাদ বেগমের নেতৃত্বে জেলা প্রশাসন এবং পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশের পাশাপাশি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, সরকারী-বেসরকারী দপ্তর, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, রাজবাড়ী প্রেসক্লাব, স্থানীয় দৈনিক মাতৃকণ্ঠ পরিবার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
দ্বিতীয় পর্বে ভোর থেকে রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর নেতৃত্বে আওয়ামী লীগ, সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারী-বেসরকারী দপ্তর, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। কোভিড-১৯ পরিস্থিতিতে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে এবার শ্রদ্ধা নিবেদন করা হয়।
আগামীনিউজ/এসডি