র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০২১, ১০:৪৩ এএম
ফাইল ফটো

ঢাকাঃ কেরাণীগঞ্জ এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শিশু আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ওই এলাকার চিতাখোলায় এ ঘটনা ঘটে।

নিহত মোতাহারের বিরুদ্ধে শিশু আবদুল্লাহকে পরিকল্পনার মাধ্যমে অপহরণ করে হত্যা ও এসিড দিয়ে ঝলসে দেয়ার অভিযোগে মামলা রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার (সিও) মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।

তিনি বলেন, শুক্রবার ভোর সোয়া ৪ টায় কেরাণীগঞ্জের চিতাখোলা এলাকা দিয়ে বেপরোয়া গতিতে দুইটি মোটরসাইকেল চড়ে যাচ্ছিলেন চারজন। তখন সেখানে অবস্থান করা র‌্যাবের টহল টিম সন্দেহবশত তাদের থামতে সংকেত দেয়। কিন্তু সংকেত অমান্য করে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেল আরোহীরা। তাৎক্ষণিক বিপদ বুঝতে পেরে নিজেদের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষায় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। পাল্টাপাল্টি গুলি বিনিময়ের এক পর্যায়ে একটি মোটরসাইকেল দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। আর অপর মোটরসাইকেল টহল দলের কিছু সামনে গিয়ে পড়ে যায়। 

তিনি আরো বলেন, মোটরসাইকেলটি পড়ে যাওয়ায় র‌্যাব সদস্যরা ছুটে যান। সেখানে গিয়ে পায়ে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করেন। তখন আহত ব্যক্তির সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে শিশু আব্দুল্লাহ হত্যা মামলার আসামি মোতাহার হিসেবে তাকে শনাক্ত করে র‌্যাব। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, একটি গুলির খোসা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আগামীনিউজ/এএস