সংগঠনের সহ-সভাপতি আব্দুল হান্নান আল আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রেজাউল ইসলাম আকাশ, মাসুদ রানা, সৈয়দ আরমান হোসেন ইমন, শাহরিয়ার আহমেদ আশিক, মো. শিহাব হাসান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চাহিদা অনুযায়ী নাস্তা তৈরি না করার অজুহাতে ময়মনসিংহ শহরের গঙ্গাদাস গুহ রোডের তৈমুর টাওয়ারের বাসিন্দা ইঞ্জিনিয়ার খায়ের-জেসমিন দম্পতি নির্মমভাবে গৃহকর্মী সাবিনাকে হত্যা করে। সাবিনার মৃতদেহ ব্রীফকেসে ভরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গঙ্গাশ্রম এলাকায় ব্রীজের নিচে ফেলে দেয়।
এমন নির্মম হত্যাকান্ড সভ্য সমাজে মেনে নেয়া যায় না। গরীব অসহায় পিতামাতা পেটের দায়ে নিরুপায় হয়ে তাদের সন্তানকে অন্যের বাসায় গৃহকর্মী হিসেবে পাঠায় লাশ হয়ে ফিরে আসার জন্য নয়। কোন গৃহকর্মীকে রাখতে না চাইলে পিতামাতার নিকট পাঠিয়ে দিবে। গৃহকর্মীকে হত্যা করতে পারে না। বক্তাগণ গৃহকর্মী সাবিনার হত্যাকারী ইঞ্জিনিয়ার খায়ের-জেসমিন দম্পতির দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।
উল্লেখ্য, গত ০৯ নভেম্বর ২০২০ তারিখ ভোরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরিপুরের গঙ্গাশ্রম গ্রামের জোড়া ব্রীজের নিচে স্থানীয় জনতা পরিত্যক্ত ব্রীফকেস দেখে পুলিশকে জানালে ব্রীফকেস থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে (পিবিআই) ময়মনসিংহ দীর্ঘ আড়াইমাস নিঁখুত তদন্ত করে হত্যার রহস্য উৎঘাটন করে এবং হত্যাকারী ইঞ্জিনিয়ার খায়ের-জেসমিন দম্পতিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।
আগামীনিউজ/এএস