নওগাঁয় বার অ্যাসোসিয়েশনের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার

এ কে সাজু, নওগাঁ জেলা প্রতিনিধি ফেব্রুয়ারি ১৫, ২০২১, ০৮:১২ পিএম
আগামী নিউজ

নওগাঁঃ আদালত চত্বরে পুলিশের হাতে আইনজীবীকে মারধরের ঘটনার ১৫ দিন পর আইনজীবীদের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে আদালতের কার্যক্রমে অংশগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের ওই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সরদার সালাহউদ্দিন। এ সময় অন্যদের মধ্যে সংগঠনের সহ-সভাপতি মীনা বেগম ও খায়রুল আলম, সাধারণ সম্পাদক আশফাকুর রহমান, সহ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও হারুন-অর-রশীদ চৌধুরী প্রমুখ।

লিখিত বক্তব্যে সরদার সালাহউদ্দিন বলেন, গত ১ ফেব্রুয়ারি রিকশা নিয়ে নওগাঁ আদালত চত্বরে প্রবেশ করতে বাধা দেয় কোর্ট চত্বরে প্রবেশমুখে দ্বায়িত্বরত পুলিশ সদস্যরা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ সদস্যরা ওই আইনজীবীকে মারধর। ওই আইনজীবীকে উদ্ধার করতে গেলে আরও কয়েকজন আইনজীবী পুলিশের হাতে লাঞ্চিত হন। এ ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলম বিরতি, কালো ব্যাচ ধারণ, বার ভবনে কালো পতাকা উত্তোলন, মৌন মিছিলসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি গ্রহণ করে নওগাঁ জেলা আইনজীবী সমিতি।

আইনজীবী দাবির পরিপ্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে নওগাঁর পুলিশ সুুপার। এছাড়া দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্তা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছেন পুলিশ সুপার।

দাবি অনুযায়ী দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করায় আইনজীবীরা সন্তুষ্টু হয়ে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে আদালতের কার্যক্রমে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন।

আগামীনিউজ/এএস