অল্পের জন্য রক্ষা পেল দেড় শতাধিক লঞ্চযাত্রী

কামাল হোসেন, গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধি ফেব্রুয়ারি ১৩, ২০২১, ০৭:২৪ পিএম
ছবিঃ আগামী নিউজ

রাজবাড়ীঃ দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে (এম ভি ফ্লাইংবার্ড-২) নামের একটি যাত্রীবাহী লঞ্চ ও (ওয়েল ট্যাংকি সাংহাই-৪) নামের তেলবাহী ট্যাংকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

১৩ ফেরুয়ারী শনিবার দুপুর ১২টায় দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা নদীর মাঝ নদীতে দৌলতদিয়া প্রান্তে এ সংঘর্ষের  ঘটনা ঘটে। তবে শেষ পর্যন্ত যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

জানাগেছে, পাটুরিয়া লঞ্চ ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে আসা এম ভি ফ্লাইংবার্ড-২ দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে অন্যদিকে সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা ওয়েল ট্যাংকি সাংহাই-৪ এর সাথে ধাক্কা লাগে, এতে লঞ্চের কিছু ক্ষতি হলেও যাত্রীরা অক্ষত রয়েছে। কয়েক জন যাত্রী লঞ্চ থেকে লাভ দিয়ে নদীতে পরলেও পরে তাদের কে জীবিত উদ্ধার করা হয়।

ওই লঞ্চের যাত্রী তারামিয়া বলেন, আমাদের লঞ্চটি নদীর মাঝে আসলে বেপরোয়া গতিতে আসা একটি তেলবাহী ট্যাংক জাহাজ সরাসরি লঞ্চে আঘাত করে, এসময় ভয়ে পেয়ে আমিসহ ৮/১০ জন নদীতে ঝাঁপ দেই। পরে আমাদের সবাইকে এমভি মিতারা লঞ্চ ও কেরামত আলী ফেরি এসে উদ্ধার করে দৌলতদিয়া প্রান্তে নিয়ে আসে।

লঞ্চ মাষ্টার আবুল হোসেন বলেন, পাটুরিয়া থেকে ছেড়ে দৌলতদিয়া প্রান্তে চলে আসি, এ সময় দেখতে পাই দুটি ওয়েল ট্যাংকার পাল্লা দিয়ে আসছে, আমি লঞ্চ দ্রুত পিছন দিকে ব্যাগার দেই ওয়েল ট্যাংকার টি আমার লঞ্চের মাঝামাঝি এসে  প্রচন্ড জোড়ে ধাক্কা দেয়। এতে করে কয়েক জন যাত্রী ভয়ে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেয়। এতে লঞ্চটির সামন্য ক্ষতি হলেও যাত্রীদের কোন প্রাণহানি ঘটেনি।

বিআইডাব্লিউটিএ'র দৌলতদিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব উদ্দিন বলেন, দ্রুত গতিতে পাল্লা দিয়ে ওয়েল ট্যাংকার চলার কারনে দুর্ঘটনা আশংকা ছিলো, অল্পের জন্য শতাধিক যাত্রী বোঝাই লঞ্চটি রক্ষা পেয়েছে এবং নদীতে ঝাপ দেয়া যাত্রীরা জীবিত উদ্ধার করেছি।

আগামীনিউজ/নাসির