বগুড়ায় মুক্তিযোদ্ধা যাচাই কার্যক্রম স্থগিত

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি ফেব্রুয়ারি ৬, ২০২১, ০৫:৪৩ পিএম
সংগৃহীত

বগুড়াঃ অনাকাংখিত পরিস্থিতির কারনে বগুড়া সদর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত ঘোষনা করা হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ হলরুমে যাচাই-বাছাই শুরুর কিছুক্ষণ পরপরই হট্টগোল শুরু হলে কার্যক্রম স্থগিত ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান।

মুক্তিযোদ্ধারা জানান, বেসামরিক গেজেটভুক্ত ৯২ জনের যাচাই বাছাইয়ের জন্য শনিবার দিন নির্ধারিত ছিলে। যাচাই বাছাই কমিটির সভাপতি হিসাবে জামুকা প্রতিনিধি আব্দুল কাদের, সদস্য সচিব হিসাবে ইউএওন মো. আজিজুর রহমান, সদস্য হিসাবে এমপির প্রতিনিধি এ্যাড সদরুল আনাম রঞ্জু, এবং আরেক মুক্তিযোদ্ধা ছিলেন।

কিন্তু যাচাই-বাছাই শুরুর কিছুক্ষণ পরেই বগুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান, আইনজীবী এ্যাড. রেজাউল করিম মুন্টু অভিযোগ করেন, কাদের ও রঞ্জু প্রকৃত মুক্তিযোদ্ধা নন। তাই তাদের যাচাই বাছাই আমরা মানি না। এ কথা বলার পরই হলরুমে হট্টগোলের সৃষ্টি হয়। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপাতত যাচাই বাছাই কার্যক্রম স্থগিত করা হয়। জামুকা (জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল) এর সাথে কথা বলে পরবর্তীতে যাচাই কার্যক্রম হাতে নেয়া হবে।

আগামীনিউজ/এএস