বগুড়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

নাহিদ আল মালেক, বগুড়া প্রতিনিধি ফেব্রুয়ারি ৬, ২০২১, ০১:৪২ পিএম
ছবি: আগামী নিউজ

বগুড়াঃ জেলার নন্দীগ্রাম উপজেলায় পল্লী বিদ্যুতের কাজের সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে রেজোয়ান (২০) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিক নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মাধবকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেজোয়ান মাধবকুড়ি থেকে কুমিড়া পন্ডিতপুকুর পর্যন্ত বৈদ্যুতিক লাইনের ঠিকাদারী কাজের লাইনম্যান হিসাবে কাজে নিয়োজিত ছিলো।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে কাজের সময় অসাবধনতাবশত বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নন্দীগ্রামের কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. রায়হান আলী জানান, বিদ্যুতস্পৃষ্ট হয়ে রেজোয়ানের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে দেয়া হবে।

পল্লীবিদ্যুত নন্দীগ্রাম অফিসের এজিএম মাজহারুল ইসলাম জানান, দুর্ঘটনায় মৃত্যুর কথা শুনেছি। কিভাবে হয়েছে তা তদন্ত করে পরে জানাতে পারবো।

আগামীনিউজ/সোহেল