টানা শৈত্যপ্রবাহে কুড়িগ্রামের জনজীবন বিপর্যস্ত

মো: জাহিদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ফেব্রুয়ারি ৩, ২০২১, ০৮:৩৪ পিএম
আগামী নিউজ
কুড়িগ্রামঃ টানা ১০দিন থেকে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে কুড়িগ্রামের উপর দিয়ে। দীর্ঘ শৈত্যপ্রবাহের কারণে কুড়িগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
 
আজ সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে এ জেলার উপর দিয়ে।
 
এদিকে প্রচন্ড ঠান্ডায় দূর্ভোগে পড়েছে এ জেলার মানুষ। চরম দূর্ভোগে পড়েছে দিনমুজুর, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু  ও বৃদ্ধরা।
 
আগামীনিউজ/এএস