টাঙ্গাইলঃ করোনা ভ্যাকসিন প্রয়োগ বিষয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ আজ সমাপ্ত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ সিভিল সার্জনের হলরুমে এ প্রশিক্ষনের আয়োজন করে।
দুই দিনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মেডিকেল অফিসার, জেলা ইপিআই সুপারেনডেন্ট ও মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) সহ মোট ৬৭ জনকে প্রশিক্ষণ দেয়া হয়। এর সাথে ঘাটাইল সিএমএইচ হাসপাতালের তিনজন জেলা পর্যায়ে প্রশিক্ষন গ্রহন করেছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জান ডাঃ আবুল ফজল মোঃ শাহবুদ্দিন খান জানান, করোনা ভ্যাকসিন প্রয়োগের সাথে যারা জড়িত সকল ডাক্তার, নার্স, ইপিআই টেকনোলজিষ্ট সহ সবাইকে প্রশিক্ষনের আতায় আনা হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী টিকা দেয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি।
আগামীনিউজ/এএস