বগুড়ায় নব্য জেএমবির সদস্য গ্রেপ্তার

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি ফেব্রুয়ারি ২, ২০২১, ০১:০১ পিএম
আগামী নিউজ

বগুড়াঃ জেলার শাজাহানপুর উপজেলার বনানী এলাকা থেকে সোমবার (১ফেব্রুয়ারি) রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন নব্য জেএমবির সদস্য মো. কামরুজ্জামান (৪৩) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১টার দিকে বগুড়া জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত কামরুজ্জামান নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে এবং নব্য জেএমবির বাইতুল মাল বিভাগের দায়িত্বশীল সদস্য বলে জানিয়েছে পুলিশ।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, সোমবার রাতে তাকে বনানী বাসষ্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট থেকে নগদ ৩ লাখ ৩৮ হাজার ৬৩১টাকা, কিছু বিদেশী মুদ্রা এবং জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ সুত্রে আরো জানা গেছে, তিনি নব্য জেএমবিকে সংগঠিত করতে বিভিন্ন জেলায় সফর করছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীতে হলেও তিনি ঢাকার কলাবাগান এলাকায় বসবাস করতেন।

তার বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

আগামীনিউজ/এএস