মাগুরাঃ জেলার শ্রীপুর মাঝাইল মান্দারতলা এলাকায় আজ সোমবার দুপুরে ঢাকা-মাগুরা মহাসড়কে একটি ট্রাকে অভিযান চালিয়ে ১ হাজার ৭ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
এ সময় অবৈধ মাদকদ্রব্য পরিবহনের দায়ে ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মেহেরপুর জেলা সদরের সাত্তার মন্ডলের ছেলে শমিরুল মন্ডল (২৮), চুয়াডাঙ্গা জেলা সদরের মৃত খোদা বক্সের ছেলে মো. আসান (৫০) ও মেহেরপুর জেলা সদরের বারাতি বাজার গ্রামের মোহর আলীর ছেলে রিপন আলী (২৫)।
র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সিপিসি ৩ যশোর ক্যাম্প ও স্পেশাল কোম্পানী খুলনার বিশেষ যৌথ অভিযানে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন মাঝাইল মান্দারতলা এলাকায় চেক পোস্ট স্থাপন করে।
দুপুরে বগুড়া-ট-১১-২৪৪৯ রেজিস্ট্রেশনের একটি ট্রাককে সংকেত দেওয়া স্বত্ত্বেও দ্রুত গতিতে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করে। পরে ট্রাকটি আটক করে তল্লাশী করা হয়।
এসময় ট্রাকটির পিছনের ডালায় ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় ১ হাজার ৭ বোতল ফেনসিডিল ও প্লাস্টিকের বস্তার মধ্যে আটটি বান্ডিলে রক্ষিত ৪০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। অবৈধ মাদকদ্রব্য পরিবহনের দায়ে ট্রাকটিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ মাসুদ জানান, গ্রেপ্তারকৃতদের নামে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
আগামীনিউজ/এএস