জমি বাচাঁতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১, ২০২১, ১১:১৭ পিএম
ছবি: সংগৃহীত

ফরিদপুরঃ ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার মহিলারোড সন্তোষি এলাকার পেট্রোল পাম্প মালিক মোঃ জামাল মীর এর হাত থেকে নিজেদের জমি বাচাঁতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ জমির মালিক সহ স্থানীয়রা। 

সোমবার দুপুর ১২টায় ওই স্থানে ক্ষতিগ্রস্থ ৩/৪টি পরিবার সহ এলাকাবাসীর উদ্যোগে আধা ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ওই জমির মালিক মোঃ আলমগীর মাতুব্বর, দিলীপ কুমার, অন্তা বিশ্বাস, মিন্টু, লুৎফর সহ স্থানীয়রা।

মানববন্ধনে জমির মালিক মোঃ আলমগীর মাতুব্বর বলেন, নগরকান্দা উপজেলার মানিকনগর মৌজার ২৮৩ নং খতিয়ানের ৩২৬ নং বিএস দাগের ১০ শতাংশ জমিতে দোকান পাট নির্মান করে ভাড়া দিয়েছে আমরা। গত কিছুদিন যাবত পেট্রোল পাম্প মালিক মোঃ জামাল মীর আমাদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। ১ ফেব্রুয়ারী, সোমবার সকালে জমির সামনে রাস্তায় ব্যারেল দিয়ে জমিতে যেতে বাধা প্রদান করছে।

তিনি বলেন, তাদের কোন কাগজ নেই শুধুমাত্র অবৈধ ক্ষমতা খাটিয়ে বাধা দিয়ে এখন জমি দখলের পায়তারা করছে। আমরা প্রশাসনের কাছে নায্য বিচার দাবি করছি।

ওই জমির কোন কাগজপত্র নেই এ কথা স্বীকার করে পেট্রোল পাম্পের নজেল (তেল মাপা কর্মী) শামীম বলেন, আমাদের পাম্পে ট্রাক আসতে সমস্যা হয় এই কারনে আমরা বাধা দিয়েছি।

আগামীনিউজ/এএইচ