বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি জানুয়ারি ৩১, ২০২১, ০৬:২৭ পিএম
আগামী নিউজ

যশোরঃ বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে  ‘জীবন-জীবিকা বাঁচাও’ কমিটি নামে একটি সংগঠনের ডাকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু‘দেশের মধ্যে রোববার সকাল থেকে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।

তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর খোলা রয়েছে। চলছে শুল্কবিভাগের স্বাভাবিক কাজকর্ম, পণ্য খালাস ও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার। এর ফলে দু‘দেশের বন্দরে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।

বেনাপোল ও পেট্রাপোল বন্দরে কোভিড-১৯ সংক্রমন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বেশ কিছু শর্ত মেনে আমদানি-রপ্তানি করা হচ্ছে। এসব শর্ত মেনে চলতে গিয়ে সাধারণ কুলি, বন্দর শ্রমিকদের রুটিরুজির উপর হাত পড়েছে। এসব কর্মজীবিরা কর্মস্থল ফিরে পেতে এই আন্দোলন করছেন।

পেট্রাপোল স্থলবন্দরে কর্মরত এসব কর্মজীবীরাই গঠন করেছেন ‘পেট্রাপোল জীবন-জীবিকা বাঁচাও কমিটি’।

পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, কয়েকদিন আগে পেট্রাপোল ‘জীবন-জীবিকা বাঁচাও’ কমিটি প্রশাসনের কাছে ৫ দফা দাবি জানান।

দাবিগুলো হলো, অবিলম্বে পূর্বের মতো হ্যান্ডলিং কুলি ও পরিবহন কুলিদের কাজের পরিবেশ ফিরিয়ে দিতে হবে, পূর্বের মতো ট্রাকচালক ও সহকারীদের পায়ে হেঁটে পেট্রাপোল ও বেনাপোলের মধ্যে যাতায়াতের সুযোগ দিতে হবে, সাধারণ ব্যবসায়ীর (মুদ্রা বিনিময়কারী, পরিবহন, ক্লিয়ারিং ও ফরওয়াডিং এজেন্ট, ট্রাকচালক, সহকারী) ওপর বিএসএফ ও অন্যান্য এজেন্সির নিরাপত্তার নামে অত্যাচার বন্ধ করতে হবে, বেনাপোল বন্দরে ভারত থেকে আসা রপ্তানি পণ্যের ট্রাক ২৪ ঘণ্টার মধ্যে খালির ব্যবস্থা করতে হবে ও আধুনিকতার অজুহাতে শ্রমিকদের কর্মহীন করা চলবে না।

এসব দাবি নিয়ে ভারতীয় প্রশাসন কোনো কার্যকরী ব্যবস্থা না নেওয়ায় তারা রোববার সকাল থেকে সমগ্র পেট্রাপোল স্থলবন্দরের শ্রমিকদের স্বার্থে কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে পেট্রাপোল বন্দরে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। এখনো কোন ফলপ্রুশু সিদ্ধান্ত হয়নি। সোমবার সকালে আবারও বসবে সবাই।

বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান আগামী নিউজকে বলেন, ভারতের বনগাঁ পেট্রাপোল অঞ্চলে শ্রমিকদের জীবন জীবিকা বাঁচাও কমিটির আন্দোলনের কারনে রোববার পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষনা দেওয়ায় ওপারে বন্দরের সকল কাজকর্ম বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার শহিদুল ইসলাম জানান, পেট্রাপোলে শ্রমিকদের কর্মবিরতিতে রোববার সকাল থেকে দু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

উল্লেখ্য এর আগে একই দাবিতে গত ২০২০ সালের ২১ ডিসেম্বর এক দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রাখে এই সংগঠনের নেতৃবৃন্দ।

আগামীনিউজ/এএস