বগুড়ার ৫ পৌরসভার ভোটগ্রহণ শুরু

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি জানুয়ারি ৩০, ২০২১, ১১:১৫ এএম
আগামী নিউজ

বগুড়াঃ জেলার ৫টি  পৌরসভার ৪৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা টা পর্যন্ত।

জেলার শিবগঞ্জ, ধুনট,গাবতলী, নন্দীগ্রাম ও কাহালু পৌরসভার সবকটিতে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে।

সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে পুরুষ ও নারী ভোটারদের উপস্থিতি ছিল আশাব্যঞ্জক। লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোট দিচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসারসহ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া রয়েছে ভ্রামমাণ আদালত এবং বিজিবির টহল।

উল্লেখ্য, বগুড়ার ৫ পৌরসভায় মেয়র পদে ১৯ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৫জন এবং কাউন্সিলর পদে ১৫৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামীনিউজ/এএস