পাচার হওয়া থেকে বেঁচে গেল ১৪ কিশোরী!

রাজবাড়ী প্রতিনিধি জানুয়ারি ২০, ২০২১, ০৭:১৮ পিএম
আগামী নিউজ

রাজবাড়ীঃ জেলার দৌলতদিয়া পতিতাপল্লী থেকে পাচার হয়ে আসা ১৪ জন কিশোরীকে জেলা পুলিশের সদস্যরা উদ্ধার করেছে।

গত মঙ্গলবার রাতে একটি তালা বদ্ধ ঘর থেকে এউ ১৪ জন কিশোরীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোরীরা বুধবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদ সম্মেলনে তাদের উপর হওয়া নির্মমতার চিত্র প্রকাশ করেন এবং তারা জেলা পুলিশের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর দৌলতদিয়া পতিতা পল্লীর জনৈক নাজমা বাড়ীওয়ালীর একটি তালাবদ্ধ ঘর থেকে ওই সব কিশোরীকে গোয়ালন্দ থানা পুলিশের সদস্যরা উদ্ধার করেছেন। তাদের এই কর্মকান্ড অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, ডিআইও ওয়ান সাইদুর রহমান, গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, ডিআইও টু প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।  

আগামীনিউজ/এএস