কুষ্টিয়াঃ জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ জানুয়ারী২০২১) সকালে কুমারখালী উপজেলা ভৃমি অফিস আয়োজনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. আসলাম হোসেন শুভ উদ্বোধন করেন।
নির্মাণ কাজের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব:) ওবাইদুল রহমান, সিনিয়র প্রকৌশলী কুষ্টিয়া ও কুমারখালী উপজেলা প্রকৌশলী ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ার হোসেন, কুমারখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এমএ মুহাইমিন আল জিহান, কাজের ঠিকাদার হিসেবে হারুন অর রশিদ হারুন ও মজিবুর রহমান বাচ্চু ।
আগামীনিউজ/সোহেল