যশোরঃ জেলার বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ বোতল ফেনসিডিল, ৬ বোতল বাংলা মদসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে ভারতীয় মাদকসহ এ সাতজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত কাউসার আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৪০), একই থানার বোয়ালিয়া গ্রামের আবুল মোল্লার ছেলে জাকির হোসেন (৩৫), যশোরের কোতয়ালী থানার বাহাদুরপুর গ্রামের মহাসিনের ছেলে জাহিদ হাসান (৩০), একই গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে হযরত আলী (২৬), একই থানার পালবাড়ি গ্রামের আলী হোসেনের ছেলে মশিউর রহমান (৩৫), গোপালগজ্ঞের কাশিয়ানী থানার পারকরফা গ্রামের মৃত তৈয়বুর রহমানের ছেলে মিল্টন রহমান (৩০) ও একই জেলার কোতয়ালী থানার বানিয়াবহু পশ্চিমপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে শাহিন হোসেন (৩৪)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান আগামী নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পোর্ট থানার পুলিশ বেনাপোলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল, মদসহ সাতজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।
আগামীনিউজ/এএস