নড়াইলঃ স্ত্রী নার্গিস বেগমকে হত্যা মামলায় স্বামী এনায়েত মোল্যাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকালে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সি মশিউর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত এনায়েত নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের মাকড়াইল গ্রামের ইন্তাজ মোল্যার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, এনায়েত নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্ত্রীসহ শ্বশুরবাড়িতে থাকতেন। যৌতুকের দাবিতে স্ত্রী নারগিসকে প্রায় মারধর করতেন।
এরই জেরে ২০১৮ সালের ২২ নভেম্বর ভোরে শ্বশুরবাড়িতে স্ত্রীকে মারধর করে গলায় শাড়ি পেঁচিয়ে আমগাছে ঝুলিয়ে রাখেন। এ ঘটনায় এনায়েত মোল্যার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা করেন নিহতের বোন পারভীন খাতুন।
আগামীনিউজ/এএস