আজ রবিবার ভোরে রত্নাপালং ইউনিয়নের কোটবাজার স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত ফোরকান আহমদ ওরফে কালু, উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তেলিপাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, মুক্তা ডেকোরেশন নামে একটি দোকানে কাজ করতো ফোরকান। কয়েক সপ্তাহ আৃগে, রোহিঙ্গা ক্যাম্পের এক যুবককে ওই দোকানে কাজ করতে নিয়ে আসে সে। কাজ শেষে ওই দোকানেই কাজ শেষে ঘুমাত তারা।
শনিবার রাতে, তাদের খাবারের টাকা দিয়ে বাড়ি চলে যান দোকান মালিক শাহ আলম।সকালে তালাবদ্ধ দোকান খুলে ওই কিশোরের গলাকাটা মরদেহ দেখতে পান তিনি। ফোরকানকে হত্যা করে ওই রোহিঙ্গা যুবক দোকানের ক্যাশ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে।
রোহিঙ্গা যুবককে ধরতে ও হত্যাকাণ্ডের কারণ তদন্তে কাজ চলছে বলেও জানায় পুলিশ।
আগামীনিউজ/এএস