গাজীপুরে অজ্ঞান পার্টির চার সদস্যসহ আটক ৭

মোক্তার হোসেন,জেলা প্রতিনিধি ডিসেম্বর ৩০, ২০২০, ০২:১৭ পিএম
ছবিঃ আগামী নিউজ

গাজীপুরঃ অজ্ঞান পার্টির চার সদস্যসহ ৭ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি, চাকু ও মলমসহ নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাতে পৃথক অভিযানে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এবং সালনা ব্রীজের উত্তর পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, মহানগরের চান্দনা চৌরাস্তায় মলম ও অজ্ঞান পার্টির কয়েক সদস্য অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির চার সদস্যকে আটক আটক করে র‌্যাব সদস্যরা। আটকৃতরা হলো গাজীপুরের মীরের গাঁও এলাকার আব্দুল মান্নানের ছেলে সজীব হোসেন (১৯) ও আব্দুল করিমের ছেলে রনি হোসেন (১৯), নারায়নগঞ্জের বন্দর থানার ঘারমোড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মামুন মিয়া (৪০) এবং জাকির হোসেনের ছেলে নাহিম (১৮)। এসময় তাদের কাছ থেকে  সুইচ গিয়ার, চাকু, অজ্ঞান কাজে ব্যবহৃত চারটি মলম, নগদ টাকা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করে।

একই রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা ব্রীজের উত্তর পাশে পৃথক অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করে র‌্যাব সদস্যরা। আটককৃতরা হলো সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ গ্রামের মৃত শুক্কুর আরীর ছেলে মোগল হোসেন (২৫) ও গাজীপুর মহানগরীর সালনা কসাইবাড়ি এলাকার হেলাল উদ্দিনের ছেলে নাজমুল হাসান (২৭) এবং দিনাজপুরের বিরল উপজেলার ওকুড়ার গামের মৃত আব্দুর মহির উদ্দিনের ছেলে হাইকুল ইসলাম (১৯)। তারা গাজীপুর মহানগরের সালনা এবং ওয়ারলেছ পালের মাঠ এলাকার ভাড়া থাকতো। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি চাপাতি, একটি সুইচ গিয়ার ও নগদ টাকাসহ মোবাইল ফোন উদ্ধার কর হয়।

র‌্যাব’র ওই কর্মকর্তা আরো জানান, তারা দীর্ঘদিন ধরে পরষ্পরের যোগসাজশে গাড়ি-রিক্সাসহ সাধারণ মানুষের কাছ থেকে স্বর্ণালংকার, টাকা, মোবাইল ও বিভিন্ন মালামাল ছিনতাই করে আসছিল বলে আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

আগামীনিউজ/নাসির