অভিমান করে আধাঘণ্টা রাস্তা বন্ধ করে রাখলো ষাঁড়!

নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৯, ২০২০, ১২:৩৭ পিএম

ঢাকাঃ আভিমান করে প্রায় আধাঘণ্টা রাস্তা বন্ধ করে রাখে একটি ষাঁড়। বাজারে এলে পিটুনি দেওয়া এই কাণ্ড ঘটায় ষাঁড়টি। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া বাজারে।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে রাঙ্গিছড়া বাজারের নাবিল ভেরাইটিজ স্টোরের সামনের রাস্তাটির মাঝখানে দাঁড়িয়েছিল ষাঁড়টি। ফলে কোনো গাড়ি বা পথচারী যাতায়াত করতে পারছিল না। ষাঁড়টির মালিক রাঙ্গিছড়া চা বাগান এলাকার বাসিন্দা দীপক রাজভর।

প্রতক্ষ্যদর্শী ও স্থানীয়রা বলেন, বিকেলে ষাঁড়টি বাজারে এলে কেউ সেটিকে ধমক দেন এবং হালকা পিটুনি দিয়ে তাড়িয়ে দেন। এ কারণে হয়তো ষাঁড়টি অভিমান করে প্রায় আধাঘণ্টা রাস্তার মধ্যখানে দাঁড়িয়েছিল। সে সময় ভয়ে কেউ রাস্তা পারাপার হননি। পরে মালিককে খবর দিলে তিনি এসে ষাঁড়টি নিয়ে যান।

প্রতক্ষ্যদর্শী বাবুল আহমদ বলেন, ষাঁড়টি হঠাৎ করেই বাজারে এসে হাকডাক শুরু করে। কেউ ধমক দিয়ে তাড়িয়ে দিলে ষাঁড়টি রাস্তার মধ্যখানে এসে দাঁড়ায়। এসময় বাজারের লোকজন ধমকা-ধমকি করেও ষাঁড়টিকে রাস্তা থেকে সরাতে পারেননি। পরে মালিক আসার সঙ্গে সঙ্গে দৌড়ে তার সঙ্গে ষাঁড়টি চলে যায়। এ সময় আধা ঘণ্টা কোনো গাড়িও চলাচল করতে পারেনি ওই রাস্তায়।

আগামীনিউজ/প্রভাত