সিলেটঃ জেলার পুলিশি নির্যাতনে ছেলে রায়হান আহমদের হত্যার বিচার চেয়ে আমরণ অনশেনে বসেন মা সালমা বেগম। অনশনে বসার ৬ ঘণ্টা পরই ওই নারীকে সান্ত্বনা দিয়ে অনশন ভাঙালেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী।
আজ রবিবার (২৫ অক্টোবর) বিকাল পৌনে ৫টার দিকে রায়হানের মাকে সান্ত্বনা দিয়ে জুস পান করিয়ে অনশন ভাঙান তিনি।
এর আগে আজ রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে হত্যার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার ও তাদের ফাঁসির দাবিতে অনশেনে বসেন রায়হানের মা ও তার আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী। এ সময় মাথায় কাফনের কাপড় বেঁধে তারা আমরণ অনশনে বসেন।
বেলা ১১টা থেকে চলমান এ অনশন বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ রূপ নেয় তীব্র আন্দোলনে। রায়হানের পরিবারের সদস্যরা এবং আখালিয়া এলাকার বাসিন্দারা ব্ন্দরবাজার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। পরে রায়হানের মাকে সান্ত্বনা দিয়ে জুস পান করিয়ে অনশন ভাঙান মেয়র আরিফ। পরে বিক্ষোভকারীদের শান্ত করে অবরোধ তুলে দেন।
আগামীনিউজ/জেহিন