ঢাকা: রাজধানীর মৎস্য ভবন মোড়ে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় রেজিয়া খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনার সময় সঙ্গে থাকা তার মেয়ে রিনা আক্তার (৩০) আহত হন।
নিহত রেজিয়ার ছেলে আবুল হাসান জানান, তাদের বাড়ি পাবনা সুজানগর উপজেলার নুরউদ্দিনপুর গ্রামে। দুই ছেলে ও দুই মেয়ের জননী রেজিয়া খাতুন। তার স্বামী রশিদ খান একজন মুক্তিযোদ্ধা। আবুল হাসান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে মশক কর্মী হিসেবে চাকরি করেন। আর থাকেন গণপূর্ত কোয়ার্টারে। তার মা দাঁতের চিকিৎসার জন্য পাঁচ-ছয় দিন আগে গ্রাম থেকে তার কাছে আসেন।
তিনি জানান, সোমবার তার মাকে মিরপুর ১ নম্বরের বাসায় নিয়ে যেতে এসেছিলেন বোন রিনা। বিকেলে আবুল হাসান নিজেই মা ও বোনকে মৎস্য ভবন মোড়ে নিয়ে যান গাড়িতে উঠিয়ে দিতে। তবে মোড়ে মা ও বোন রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাদের দু’জনকে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। বোন রিনা হাসপাতালে চিকিৎসাধীন। তার দুই পায়েই আঘাত রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রেজিয়া বেগমের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত রিনা জরুরি বিভাগে চিকৎসাধীন। তিনি দুই পায়েই আঘাত পেয়েছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশিদ জানান, মা-মেয়ে মৎস্য ভবন মোড় বার কাউন্সিলের সামনে রাস্তা পার হওয়ার সময় মালঞ্চ পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে মা নিহত ও মেয়ে আহত হন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে ও এর চালককে আটক করা হয়েছে।
আগামীনিউজ/জেহিন