ঢাকাঃ রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে হাতিরঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে এম নিয়াজ উদ্দিন বাংলানিউজকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে মহানগর প্রজেক্ট চেকপোস্ট ও উলনের মধ্যবর্তী হাতিরঝিল লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি চাদর, মশারি ও পলিথিন দিয়ে মোড়ানো ছিল এবং তার হাত-পা নাইলনের রশি দিয়ে বাঁধা ছিল। মরদেহটি অনেকটা পচে ফুলে গেছে।
তিনি আরও জানান, পরিকল্পিতভাবে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
আগামীনিউজ/জেহিন