কক্সবাজারঃ জেলার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’গ্রুপ রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) রাত আটটার দিকে কুতুপালং ক্যাম্প-১ এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুতুপালং ক্যাম্পে নতুন ও পুরাতন রোহিঙ্গাদের মধ্যে গত কয়েকদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা চলছে। এ ঘটনার জেরে রাতে চারজন নিহতের খবর পাওয়া গেছে।
ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, এপিবিএন সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানান তিনি।
এদিকে, আজ মঙ্গলবার সকালে র্যাব অভিযান চালিয়ে নয় রোহিঙ্গাকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, এ পর্যন্ত চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের একজনের গলাকাটা ও অপর তিন জন গুলিবিদ্ধ। সংঘর্ষে একজন আনসার সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।
আগামীনিউজ/আশা